যশোরের ঐতিহ্যবাহী খেজুরের গুড়-পাটালি’র অনলাইন বিপণন বাজার ‘কেনারহাট’। গাছিদের নিবিড় তত্ত্বাবধানে নির্ভেজাল গুড়-পাটালি উৎপাদন ও বাজার ব্যবস্থাপনাই কেনারহাটের লক্ষ্য। কেনারহাট একটি সামাজিক উদ্যোগ। এর আয়ের একটি অংশ গাছির সন্তানদের লেখাপড়ায় ব্যয় করা হবে।